আলোর যাত্রী

Current Status
Not Enrolled
Price
Free
Get Started

কেউ না কেউ সংস্কৃতিকে সক্রিয়ভাবে প্রভাবিত করছে। আমরা আমাদের সমাজের দিকে তাকিয়ে খুব সহজ একটি প্রশ্ন করতে পারি: আমরা কি আমাদের সমাজে এবং জাতির মধ্যে আল্লাহ্‌র রাজ্যকে প্রবেশ করতে দেখতে পাচ্ছি নাকি মণ্ডলীর মধ্যে সমাজকে প্রবেশ করতে দেখতে পাচ্ছি?

আল্লাহ্‌ তাঁর কনেকে অর্থাৎ তাঁর মণ্ডলীকে, ভগ্ন জাতিদের আর্শীবাদ এবং সুস্থ করার কাজের জন্য নিযুক্ত করেছেন। ঈসায়ী হিসেবে আমাদেরকে আল্লাহ্‌র সৃষ্ট সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে সংস্কৃতি সৃষ্টি করার আহ্বান করা হয়েছে এবং সত্যের পক্ষে সাক্ষ্য বহন করতে বলা হয়েছে। আমাদের প্রতিবেশীদেরকে নিঃস্বার্থভাবে ভালবাসতে হবে, ঠিক যেমনভাবে ঈসা আমাদের শিখিয়েছেন। এই প্রাথমিক কোর্সটি শক্তিশালী, প্রমাণিত একটি প্রশিক্ষণ যা আমাদের সমাজের এবং দেশের বিভিন্ন সমস্যাগুলোর ব্যবহারিক সমাধান সনাক্ত করতে সক্ষম করবে। এখানে দুইটি প্রায়োগিক “ল্যাব” রয়েছে যা আপনাদের প্রশিক্ষণকে তাৎক্ষণিকভাবে চর্চা করতে সাহায্য করবে।

এই কোর্সটি ডিসাইপল্‌ নেসান্স্‌ এলায়েন্স্‌ এর সহ-প্রতিষ্ঠাতা ড্যারো মিলার এবং বব মফিট এর মাধ্যমে তৈরী করা হয়েছে। তারা প্রায় ৮০টিরও বেশি দেশে ঈসায়ীদের প্রশিক্ষণ দিয়েছেন। তারা ভ্রান্ত বিশ্বাস এবং প্রথাকে সনাক্ত করার জন্য এবং পুরো জীবন “কোরাম ডেও” অর্থাৎ আল্লাহ্‌র উপস্থিতিতে, কর্তৃত্বে ও মহিমায় বেঁচে থাকার জন্য ঈসায়ীদের সাহায্য করেছেন।  

 পরিচিত হন ড্যারো এবং বব্ — এই ভিডিওগুলো দেখার মাধ্যমে জানুন এই পাঠগুলো তৈরীর পিছনের তাদের গল্প ও অনুপ্রেরণার কথা।