কোরাম ডেও ব্যবহার করা খুবই সহজ। নিজের সময়-সুবিধা মত অধ্যয়ন করুন অথবা ক্লাসের অন্যদের সঙ্গে আলোচনা করুন।
ব্যক্তিগতভাবে অথবা দলগতভাবে সাইন-আপ করুন। আমাদের কোর্সগুলো খুবই সুবিধাজনকভাবে তৈরি করা হয়েছে যেন প্রত্যেকে নিজের সুবিধা মত ব্যক্তিগতভাবে অথবা মণ্ডলী, স্কুল, সংস্থা বা প্রতেবেশীদের সঙ্গে মিলে অধ্যয়ন করতে পারে। উভয় পদ্ধতিতে আপনি বিনামূল্যে সাইন-আপ করতে পারবেন।
আমাদের ওয়েব-বেইস্ড শিক্ষণ প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রত্যেক সপ্তাহে আপনারা আরো বেশি করে বুঝতে পারবেন যে জাতিদের আরোগ্য দান এবং উন্নত করার ক্ষেত্রে অবদান রাখার প্রকৃত অর্থ আসলে কী। আপনারা যা শিখবেন তা বাস্তবে প্রয়োগ করার সুযোগও পাবেন।
কোরাম ডেও কর্তৃক সার্টিফিকেট প্রাপ্ত ক্লাস পরিচালক/সহায়করা কোর্সের বিষয় প্রয়োজনীয় তথ্য এবং পরিচালনা প্রদান করবে। কোর্সের শিক্ষণ সম্ভাবনার সর্বাধিক ব্যবহার করার জন্য আমরা প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরকে কোর্সের পরিচালক/সহায়ক এবং অন্যান্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে অনলাইনের মাধ্যমে সক্রিয়ভাবে আলোচনা করার উৎসাহ প্রদান করে থাকি।
সাপ্তাহিক কোর্সের কাজ সম্পন্ন করার পর শিক্ষার্থীরা পরীক্ষা দেয়ার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করতে পারবে। যারা সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হবে তারা কোর্স পরিচালক/সহায়ক হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন করবে।
সার্টিফিকেট অর্জন করার পর আপনি খুব সহজেই আপনার বন্ধু, সহকর্মী বা মণ্ডলীর সদস্যদের নিয়ে আপনার নিজস্ব একটি ক্লাস গঠন এবং পরিচালনা করতে পারবেন। একজন ক্লাস পরিচালক/সহায়কের 'নির্দেশিকা আপনাকে কার্যকরীভাবে এই কোর্সে অন্যদেরকে পরিচালনা করতে সাহায্য করবে।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নসমূহ
বেসিক্স: ‘বেসিক্স’ কোর্সটিই হল ডিএনএ-এর মূল কোর্স এবং এর বিষয়বস্তু হল: আল্লাহ্র রাজ্য, সমস্ত কিছুকে মুক্ত করার বিষয়ে আল্লাহ্র পরিকল্পনা, কিতাবভিত্তিক বিশ্ববীক্ষা, এবং সামগ্রিক প্রচারকাজ। জীবন এবং সংস্কৃতির সমস্ত ক্ষেত্রে আল্লাহ্র উদ্দেশ্য পুনরায় আবিষ্কার করে সেই উদ্দেশ্য অনুযায়ী জীবন-যাপন করাই হল এই কোর্সের উদ্দেশ্য। এখানে ব্যবহারিক জ্ঞান এবং তার সরাসরি প্রয়োগ ঘটানোর উপর জোর দেওয়া হয়েছে।
সোমবারের মণ্ডলী: আমাদের পেশাগত দায়িত্বের মধ্যে জীবনকে পুনর্গঠন করার কী কী সম্ভাবনা রয়েছে সেগুলো এই কোর্স খুঁজে বের করার চেষ্টা করেছে। আপনার কাজ বা পেশা যা-ই হয়ে থাক, আল্লাহ্ আপনাকে একটি নতুন জীবন-যাপনের জন্য ডেকেছেন- পরিপূর্ণভাবে তার উপস্থিতি এবং তাঁর গৌরব প্রকাশের জন্য। ‘সোমবারের মণ্ডলী’ নামক এই কোর্সটি আমাদের প্রত্যেকের জীবন ও কাজের জন্য একটি অর্থবহ, সমন্বিত কিতাবভিত্তিক কাঠামো প্রদান করে।
বেসিক্স: এই কোর্সে ১২টা করে লেসন আছে যা আপনারা অনলাইনে শেষ করতে পারবেন, চাইলে প্রতি সপ্তাহে একটা করে করতে পারবেন (আপনারা চাইলে এর চাইতে দ্রুতও শেষ করতে পারেন)।
সোমবারের মণ্ডলী: এই কোর্সে ১০টি লেসন আছে যেগুলো আপনি অনলাইনে শেষ করতে পারবেন, প্রতি সপ্তাহ্য় একটি করে শেষ করতে পারবেন। অতিরিক্ত আরো কয়েকটা ঐচ্ছিক লেসন আছে যেগুলো নির্দিষ্ট কয়েকটি লেসনের উপর আলোকপাত করে।
বেসিক্স: প্রতিটি লেসনে একটি করে সূচনা ভিডিও, তিন বা চারটি করে আলোচনা সংবলিত সংক্ষিপ্ত শিক্ষণ ভিডিও
সোমবারের মণ্ডলী: তিনটি বা চারটি করে শিক্ষণ ভিডিও, আলোচনার প্রশ্ন, একটি কুইজ, গল্পের ভিডিও, এবং গভীরে যাওয়া শীর্ষক একটি অংশ যেখানে বিভিন্ন নেতৃস্থানীয় মানুষের সাক্ষাৎকার এবং ভাবনা থাকে।
বেসিক্স কোর্স: প্রতিটি পাঠ শেষ করতে আনুমাণিক ২ ঘণ্টা সময় লাগে।
সোমবারর মণ্ডলী: প্রতিটি পাঠ শেষ করতে আনুমাণিক ১ ঘণ্টা ১৫ মিনিট সময় লাগে।
দুইটি কোর্সই বিনামূল্যে প্রদান করা হয়। কিন্তু বেসিক্স কোর্স অথবা সোমবারের মণ্ডলী কোর্স নিজেই পরিচালনা করার জন্য সার্টিফিকেট পরীক্ষা দেয়া এবং সার্টিফিকেট অর্জন করার জন্য একটি ফি প্রদান করতে হবে।
এটা খুবই সহজ! সাইন-আপ পেইজে যান এবং সেখানে আপনি কোর্সটি কীভাবে শুরু করবেন তা বাছাই করতে পারবেন।
প্রথমত, আপনি এখনই কোর্সটি শুরু করতে পারেন এবং আপনার সময়-সুবিধা মতই পাঠ অধ্যয়ন করতে পারেন। সেই ক্ষেত্রে যখনই আপনি এই উপায়ে অধ্যয়ন করার সিদ্ধান্ত নিবেন ঠিক সেই মুহুর্ত থেকেই আপনি পাঠ ও পাঠের উপাদানগুলো দেখতে পাবেন এবং আপনার নিজস্ব সময়সূচি অনুসারে পাঠ অধ্যয়ন করতে পারবেন।
দ্বিতীয়ত, আপনি একটি নির্ধারিত সময়ে কোন অনলাইন ক্লাসে যোগ দিতে পারেন এবং সেই সময়ে ক্লাসের অন্যান্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে অধ্যয়ন করতে পারেন। এইভাবে অধ্যয়নের একটি সুবিধা হল যে আপনি একই সময় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জানতে ও চিনতে পারবেন। আলোচনামূলক প্রশ্নগুলো নিয়ে ক্লাসের অন্যান্যদের সঙ্গে আলোচনা করতে পারবেন এবং একে অন্যের কাছ থেকে শিখতে পারবেন। আপনারা ক্লাস পরিচালক বা সহায়ককে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন।
আপনি কোরাম ডেও স্কুল কর্তৃক আয়োজিত নির্ধারিত সময়ের ক্লাসে যোগ দিতে পারেন। এই ক্লাস পৃথিবীর প্রত্যেকটি দেশের লোকদের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং এখানে সপ্তাহে একটি করে পাঠ শেষ করা হবে।
অথবা আপনি যদি সার্টিফিকেট অর্জন করে থাকেন তাহলে আপনার মণ্ডলী, সংস্থা অথবা ছোট দলের লোকদের জন্য নিজেই একটি ক্লাস পরিচালনা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে একটি রেজিস্ট্রেশন কোড প্রদান করা হবে। আপনার দলের অংশগ্রহণকারীরা এই কোডটি এই নির্দিষ্ট ক্লাসে যোগ দেয়ার জন্য সাইন-আপ করার সময় ব্যবহার করবে।
সর্বশেষ পাঠে প্রত্যেক ছাত্র-ছাত্রী চাইলেই সার্টিফিকেট পরীক্ষাটি নিতে পারবে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই তাদের নিজেদের ক্লাস গঠন করতে এবং পরিচালনা করতে পারবে। সেই সাথে তাদের বন্ধু-বান্ধব, সহকর্মী অথবা ছোট দলের সদস্যদের কোর্সটি সম্পন্ন করতে সাহায্য করবে।
এই পরীক্ষার প্রশ্নগুলো প্রত্যেকটি কুইজের প্রশ্নমালা থেকে বাছাই করা হয়েছে। সার্টিফিকেট অর্জন করার জন্য আপনাকে ৮০% সঠিক উত্তর দিতে হবে।
এই সার্টিফিকেট পরীক্ষাটি নেয়ার সময় আপনাকে একটি ছোট্ট ফি প্রদান করতে হবে যেটা আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে প্রদান করতে পারবেন।
আপনি এই পরীক্ষাটি যতবার খুশি নিতে পারবেন। কিন্তু যতবার আপনি এই পরীক্ষাটি নিবেন ততবার আপনাকে ফি প্রদান করতে হবে।
না, শুধুমাত্র আপনিই কুইজের উত্তর বা পরীক্ষার ফলাফল দেখতে পাবেন।
স্কুলের প্রশাসক আপনার রেজিস্ট্রেশনের স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন। তার সঙ্গে এই ঠিকানায় যোগাযোগ করুন coramdeo@disciplenations.org
আমরা আপনাকে ডিএনএ-এর নিউজলেটার পাঠাতে চাই এবং মাঝে মাঝে আমরা আপনাকে নতুন কোর্স এবং সম্পদের খবর পাঠাতে পারি কিন্তু আপনার যখনই ইচ্ছা হবে তখনই আপনি ই-মেইল না পাওয়ার জন্য আনসাব্স্ক্রাইব করতে পারবেন।
এটি একটি অনলাইন কমিউনিটি এবং এটি এমন একটি ভাণ্ডার যার মাধ্যমে এই কোর্সটি কীভাবে মানুষকে প্রভাবিত করেছে ও পাঠের বিষয়াদি প্রয়োগের ফলে তাদের ব্যক্তিগত জীবনে, পরিবারে, কর্মক্ষেত্রে, মণ্ডলীতে এবং সমাজে কী কী পরিবর্তন ঘটেছে তার ভিডিও, ছবি এবং গল্প পোস্ট করা যায়।
রিসোর্স পেইজে আপনি কোরাম ডেও কোর্সে ব্যবহৃত কিছু শিক্ষণ ভিডিও এবং পাঠ পাবেন। তার পাশাপাশি এখানে আপনি ডিসাইপ্ল নেসান্স এ্যালায়েন্সের প্রবন্ধ, আর্টিকেল, ফ্রি অনলাইন বই, দ্যা ড্যারো মিলার এ্যান্ড ফ্রেন্ডস্ ব্লগ এবং আরো অনেক কিছু খুব সহজেই পাবেন।
আমাদের ই-নিউজলেটারের মাধ্যমে আপনি ডিসাইপ্ল নেসান্স এ্যালায়েন্সের উপাদান মানুষ কীভাবে প্রয়োগ করে, অন্যদের সঙ্গে আলোচনা করে এবং কীভাবে তাদের চারপাশের মানুষদের প্রভাবিত করে তার নিত্য নতুন খবরাখবর পাবেন। এতে ডিএনএ-এর আসন্ন বিশ্বব্যপী কর্মকাণ্ডের ঘোষণা দেয়া হবে।
দয়া করে আমাদের সঙ্গে এই ঠিকানায় যোগাযোগ করুন bangla@disciplenations.org