কোরাম ডেও স্কুলের অনলাইন কোর্সগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন ঈসায়ীরা তাদের সমাজকে রূপান্তরিত করার জন্য সমাজের সঙ্গে যুক্ত থাকতে পারে।
আমরা বিশ্বাস করি যে আমাদের জাতির সুস্থতা এবং সমৃদ্ধি মণ্ডলীর মধ্য দিয়ে শুরু হয়। এটি তখনই সম্ভব যখন আমরা আল্লাহ্র মুখোমুখি থেকে, আল্লাহ্র অধীনে থেকে এবং গৌরবের জন্য জীবন-যাপন করার মাধ্যমে ঈসার রাজ্যকে এগিয়ে নিয়ে যাব।
নিজের সুবিধামত অধ্যয়ন করুন অথবা কোন দলের সঙ্গে যোগ দিয়ে সপ্তাহে একটি করে পাঠ অধ্যয়ন করুন। অনলাইনে পাঠগুলো সম্পন্ন করুন। পাঠগুলো ব্যক্তিগতভাবে অধ্যয়ন করুন অথবা ক্লাসের অন্যদের সঙ্গে আলোচনা করুন। সার্টিফিকেট অর্জন করুন এবং নিজের ক্লাস নিজেই পরিচালনা করুন।
কপিরাইট © ২০১৪ ডিসাইপ্ল নেশন্স এ্যালায়েন্স